Tuesday, November 29, 2016

পথিকের চিঠি


পথিকের চিঠি-১৮

তীব্র আক্রোশে ফেটে যাচ্ছে আমার বর্তমান
তবুও রাত হলেই স্মৃতির উল্লাসে মেতে উঠি!
অমানবিক অসংখ্য দৃশ্যে ছেয়ে যাচ্ছে চারপাশ
ভবিষ্যতের রক্তাক্ত সংকীর্ণ পথে-
অমানুষ পথিক রানা।

জানি, আমাকে ভুলে যাবে পৃথিবীর সমস্ত চোখ
দায়িত্বহীনতার অপরাধে ঘৃনা করবে কেউ কেউ
তবুও আমি মানুষ হতে পারিনা মানুষের জন্য!
প্রতিবাদী যোদ্ধা হতে পারিনা
অথচ!আমি পথেই ছিলাম!

আমার বিকলাঙ্গ হাতকে তোমরা ক্ষমা করো
আমি একজন অংশাঙ্কিত নষ্ট জন্মের নাম!
জীবন থেকে পালিয়ে বেড়ানো কাপুরুষ পথিক
ক্ষমা করো হে নিপীড়িত মানুষ
নাসিরনগর, মায়ানমার, সিরিয়া।

স্বপ্নের সাথে বাজী খেলে যায় জীবনের তাস
কেবল অনিশ্চয়তার নির্মম আগুনে জ্বলছি!
আজ মানবতার চিকিৎসায় নেমেছে অনেকেই
তাই তো আশার স্বপ্নাকাশে-
এখনও জ্বেলে রাখি সূর্য প্রদীপ।


No comments:

Post a Comment